বানারীপাড়ায় মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

বানারীপাড়ায় মাছের পোনা অবমুক্তকরণ
নিউজটি শেয়ার করুন

 

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে ২০২০-২০২১ সালের মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর ) উপজেলার আবাসন আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৮০ কেজি, থানার পুকুরে ২৪ কেজি, মিয়া বাড়ির মসজিদ সংলগ্ন পুকুরে ৩০ কেজি, তেতলা শেরে বাংলা বাজার খালে ৫০ কেজি ও উপজেলার মাঝ দিয়ে বয়েচলা সন্ধ্যা নদীতে ১৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাবের সহ সভাপতি কে.এম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বন্দর বাজার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ত্রিনাথ পোদ্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী প্রমুখ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ