ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আঃ সালাম বেপারীর মৃত্যুতে শূণ্য হওয়া পদে নির্বাচিত তার ছেলে মোস্তফা কামাল সোহেল ও চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জারিফ হোসেন হাবুর মৃত্যুতে শূণ্য পদে নির্বাচিত তার স্ত্রী ফারজানা হোসেনের শপথ অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর বুধবার বেলা ১২টায় বানারীপাড়ার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা তার কার্যালয়ে নবনির্বাচিত এ দুই ইউপি সদস্যকে ( মেম্বার) শপথ বাক্য পাঠ করান।
এসময় বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,বানারীপাড়ায় এই প্রথম কোন নারী (ফারজানা হোসেন) সরাসরি সাধারণ ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উপজেলার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে সদ্য প্রয়াত স্বামীর স্থলাভিসিক্ত হয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক