বরিশাল

বানারীপাড়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

By md parvaj

September 05, 2020

 

শফিকুল আলেম জুয়েল, বানারীপাড়া : বানারীপাড়া সদর ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশিল কুমার রায়ের সভাপতিত্বে ও গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও প্রেস ক্লাবের সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান আঃ জলিল ঘরামী।

 

এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ ওসমান গণি, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, এসএম সিরাজুল ইসলাম।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুকুমার রায়, সমাজ সেবক পরিতোষ গাইন সহ বিভিন্ন সামাজিক শিক্ষকমন্ডলী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।