বরিশাল

বানারীপাড়ায় অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদন্ড

By admin

October 15, 2020

 

বরিশালের বানারীপাড়ার একটি অস্ত্র মামলার রায়ে রাসেল মুন্সি নামে এক ব্যক্তিকে ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম গতকাল বুধবার আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

 

দন্ডপ্রাপ্ত রাসেল বানারীপাড়া উপজেলার বিশারাকান্দি এলাকার শেরজাহান মুন্সীর ছেলে।

 

সংশ্লিস্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১২ সালের ২৭ নভেম্বর একটি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড গুলি সহ রাসেল মুন্সীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির বাহাদুর।

 

থানার এসআই ইউসুফ আলী হাওলাদার একই বছরের ১৮ ডিসেম্বর রাসেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালতে ১২ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় রাসেল মুন্সীকে ১০ বছরের কারাদন্ড দেন আদালত। রায় ঘোষনার সময় রাসেল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন আদালত।