বরিশাল

বাকেরগঞ্জে নিখোঁজ সেই শ্রমিকের লাশ উদ্ধার

By admin

June 05, 2022

 

বরিশালের বাকেরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর বলগেট শ্রমিক মিলনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

 

শনিবার (৪ জুন) রাত ১০টায় স্থানীয়দের মধ্যে এক্সপার্ট লোকজন বলগেটের ইঞ্জিন রুমের ভেতর থেকে তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

 

মিলন মোল্লা উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে।

 

ওসি জানান, বহস্পতিবার (২ জুন) ভোর রাতে বাকেরগঞ্জের তুলাতলা নদীতে বালুভর্তি বলগেট এমভি সালেহ-২ ডুবে শ্রমিক মিলন মোল্লা (২০) নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজ মিলনের লাশ উদ্ধার করতে না পেরে দু’দিন পর শুক্রবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। এরপর শনিবার রাত ১০টায় স্থানীয়দের সহায়তায় এলাকার এক্সপার্ট লোকজন নেমে বলগেটের ইঞ্জিন রুমের ভেতর থেকে মিলনের লাশ উদ্ধার করে।

 

ওসি আলাউদ্দিন মিলন আরও জানান, উদ্ধার হওয়া মিলনের লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।