বাউফলে ১০ মণ ইলিশের পোনা জব্দ

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালী : বাউফলের কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে ১০ মণ ইলিশের পোনা (চাপিলা) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া নৌ-পুলিশের সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান অভিযান চালিয়ে ওই ইলিশের পোনা জব্দ করেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় নেয়ার উদ্দেশ্যে পাশের ভোলা জেলার লালমোহন এলাকার ইউসুফ নবী ও জামাল মেম্বারের মাছের ট্রলারযোগে ৯টি ঝুড়িভর্তি অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের ওই ইলিশের পোনাগুলো (চাপিলা)নিয়ে আসা হয়। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে ঝুড়িভর্তি মাছগুলো পন্টুনে ফেলে রেখে ট্রলার নিয়ে সটকে পড়ে সংশ্লিষ্টরা।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান বলেন, মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ