পটুয়াখালী

বাউফলে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

By admin

February 27, 2021

 

পটুয়াখালী : স্বামীর সঙ্গে অভিমান করে মাসুমা বেগম (২৬) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে ।

 

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পটুয়াখালীর বাউফলের বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘছে। মাসুমরা স্বামীর নাম জামাল হোসেন। তাঁর ছানিয়া (৮) ও নুসরাত (২) নামে দুটি শিশু সন্তান রয়েছে।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বড় মেয়ে ছানিয়াকে লেখাপড়া করানোকে কেন্দ্র করে স্বামী জামালের সঙ্গে স্ত্রী মাসুমা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে জামাল তাকে মারধর করেন। এ ঘটনার পরের দিন শনিবার সকালে মাসুমা স্বামীর সঙ্গে অভিমান করে পাশের ঘরের পিছনে গিয়ে কীটনাশক পান করেন। ওই সময় একই বাড়ির বাবুলের স্ত্রী ডলি আক্তার দেখে ডাক চিৎকার শুরু করেন। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।