পটুয়াখালী

বাউফলে মাছ ধরতে খালে নেমে পাওয়া গেল অ্যাপাচি বাইক

By admin

November 23, 2020

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে একটি বাইক উদ্ধার করেছেন গ্রামবাসী।

 

রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বৈরাগী বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া জানান, বিকেলে ভাটার সময় ওই খালে মাছ ধরতে গিয়ে অ্যাপাচি আরটিআর মডেলের লাল রঙের একটি বাইক দেখতে পান। বিষয়টি নিয়ে চারপাশে তোলপাড় শুরু হয়েছে।

 

বগা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সালাম বলেন, আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের কাঞ্চন আলী প্যাদার ছেলে হান্নান প্যাদা উদ্ধারকৃত বাইকটি নিজের বলে দাবি করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

 

হান্নান পুলিশকে বলেন, তিনি ঢাকায় থাকেন। বাইকটি দীর্ঘদিন বাড়িতে ছিল। বরিশালে সার্ভিসিং করার পর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ফুয়েল শেষ হয়ে যায়।

 

তিনি সেটি রাস্তার পাশে লক করে রেখে যান। ফুয়েল নিয়ে ফিরে এসে দেখেন তার বাইকটি নেই। পরে তিনি জানতে পারেন খাল থেকে পুলিশ একটি বাইক উদ্ধার করেছে।

 

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খালের পানি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে বগা তদন্ত কেন্দ্রে রয়েছে।