পটুয়াখালী

বাউফলে পানিতে ডুবে যুবকের মৃত্যু

By admin

February 09, 2021

 

বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে ফরহাদ হোসেন উদয় (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার দুপুর দেরটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফরহাদ ওই গ্রামের দলিল উদ্দিন মিয়ার একমাত্র ছেলে, তার ঢাকার কেরানীগজ্ঞে নিজ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

 

নিহতের স্বজন মো. মুজাহিদ জানান, ফরহাদ হোসেন সম্প্রতি বিয়ে করে গ্রামের বাড়ি উপজেলার কালাইয়া শৌলা গ্রামে বেড়াতে আসেন। ঘটনার দিন মঙ্গলবার ওই গ্রামের তেঁতুলিয়া নদীতে গোসল করতে নামলে মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায়। পড়ে স্থানীয় জেলেরা দেড়ঘন্টা পর ফরহাদ হোসেন উদয়ের লাশ উদ্ধার করে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক।