পটুয়াখালী

বাউফলে পানিতে ডুবে কাউন্সিলরের দুই সন্তানের মৃত্যু

By admin

August 30, 2022

 

 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌরসভার বাংলা বাজার এলাকায় বাসার কাছের খালে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

মারা যাওয়া দুই শিশু হলো মো. আবদুল্লাহ (৪) ও মো. ফাহিম (৩)। তারা বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল আজিজ সিকদারের ছেলে।

 

 

স্বজনেরা জানিয়েছেন, সোমবার রাত সোয়া ৯টার দিকে বাসার সামনে দুই ভাই খেলছিল। এর এক পর্যায়ে সবার অজান্তে পাশের খালে পড়ে তলিয়ে যায় তারা। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন রাত সোয়া ১০টার দিকে খালের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

 

 

বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক বলেন, ‘আবদুল আজিজের দুটিই সন্তান ছিল। তাদের দুজনের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই।