বাউফল : পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি পরিত্যাক্ত ঘর থেকে মেছো বাঘের ছয়টি শাবক উদ্ধার হয়ছে। শনিবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামের নজরুল তালুকদার নামের এক ব্যাক্তির ঘড় থেকে ওই শাবক ছয়টি উদ্ধার করা হয়।
নজরুল ইসলাম জানান, শনিবার সকালে পরিত্যাক্ত একটি ঘর পরিস্কার করতে গিয়ে মেছো বাঘের ছয়টি শাবক দেখতে পায়। পড়ে প্রতিবেশিদের সহযোগীতায় ওই শাবক ছয়টি উদ্ধার করেন।
উপজেলা বনকর্মকর্তা আবুল কালাম বলেন, বর্তমানে শাবক ছয়টি তার কার্যালয়ে রয়েছে। রবিবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।