বাউফলে তিন কাউন্সিলর প্রার্থীরকে জরিমানা

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

বাউফলে তিন কাউন্সিলর প্রার্থীরকে জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল পৌরসভা নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের দায়ে তিনজন কাউন্সিলর প্রার্থীর ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান।

 

আদালত সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার কাউন্সিলর প্রার্থী টেবিল ল্যাম্প প্রতীকের মো. আজিজুর রহমান শিকদার তার নির্বাচনী ক্যাম্পে ভোটারদের আপ্যায়ন করেছেন। এমন অপরাধে ওই প্রার্থীর পক্ষে মো. জাহাঙ্গীর হোসেন নামে কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করে শোডাউন করার দায়ে ৯ নম্বর ওয়ার্ডের পনির বোতল প্রতীকের নজরুল ইসলাম খানের পক্ষে ইউসুফ মিয়াকে ৫ হাজার টাকা ও ২ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের মো. লিটনের পক্ষে মো. আমির হোসেন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান বলেন, প্রার্থীর জরিমানা করা হলে নির্বাচনে অসুবিধা হতে পারে। এ কারণে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি এ ধরনের অভিযোগে প্রার্থীরা অভিযুক্ত হন, তাহলে প্রার্থীরা দণ্ডে দণ্ডিত হবেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ