ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২
পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল পৌরসভা নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের দায়ে তিনজন কাউন্সিলর প্রার্থীর ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকার কাউন্সিলর প্রার্থী টেবিল ল্যাম্প প্রতীকের মো. আজিজুর রহমান শিকদার তার নির্বাচনী ক্যাম্পে ভোটারদের আপ্যায়ন করেছেন। এমন অপরাধে ওই প্রার্থীর পক্ষে মো. জাহাঙ্গীর হোসেন নামে কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করে শোডাউন করার দায়ে ৯ নম্বর ওয়ার্ডের পনির বোতল প্রতীকের নজরুল ইসলাম খানের পক্ষে ইউসুফ মিয়াকে ৫ হাজার টাকা ও ২ নম্বর ওয়ার্ডের ডালিম প্রতীকের মো. লিটনের পক্ষে মো. আমির হোসেন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান বলেন, প্রার্থীর জরিমানা করা হলে নির্বাচনে অসুবিধা হতে পারে। এ কারণে প্রাথমিকভাবে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে যদি এ ধরনের অভিযোগে প্রার্থীরা অভিযুক্ত হন, তাহলে প্রার্থীরা দণ্ডে দণ্ডিত হবেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক