বরগুনা

বাউফলে ট্রলারের ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে জেলের মৃত্যু

By admin

January 26, 2022

 

পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিনে লুঙ্গি পেঁচিয়ে মো. শামীম হোসেন (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

 

বুধবার সকালে তেঁতুলিয়া নদীর বাদামতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। শামীম কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ সকালে নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন শামীম। সকাল পৌনে সাতটার দিকে তেঁতুলিয়া নদীর বাদামতলী এলাকায় নোঙর করে রাখা ট্রলারের ইঞ্জিন চালু করার সময় শামীমের পরিধেয় লুঙ্গি ইঞ্জিনের চাকায় পেঁচিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন ওরফে লাভলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন,‘তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিল স্ত্রী, তিন শিশু সন্তানসহ পাঁচ সদস্যের সংসার। তাঁদের অবস্থা এখন কেমন হবে?’