পটুয়াখালী

বাউফলে খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

By admin

March 03, 2021

 

পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ল্যাংড়া মুন্সীর পোল সংলগ্নে গ্রামীণ ব্যাংকের সামনে কালাইয়া-দশমিনা খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

আজ বুধবার সকাল ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় প্রতিনিধির পাঠানো সূত্রে জানা যায়, ভোরের দিকে লাশটি খালের পাশে ঝাউয়ের মধ্যে স্থানীয়রা দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।