পটুয়াখালী

বাউফলে ইউপি চেয়ারম্যান শাহিন গ্রেফতার

By admin

November 03, 2020

 

পটুয়াখালী : ডেকে নিয়ে কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিনকে মারধরের ঘটনায় বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার ভোরে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন ও বগা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহিব উল্লাহর নেতৃত্বে একটি দল বরিশাল লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করে।

 

শাহিন হাওলাদারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

 

তিনি বলেন, ভোরে ইউপি চেয়ারম্যান শাহিন ঢাকা থেকে লঞ্চে বরিশালে আসেন। এ সময় লঞ্চঘাট থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শাহিন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে শিগগিরই আদালতে হাজির করা হবে।

 

গত ৫ অক্টোবর সন্ধ্যায় বাউফলের কনকদিয়া বাজারে ডেকে নিয়ে কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিনকে মারধর করেন ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার।

 

এ ব্যাপারে থানায় একটি মামলা করেন আনসার উদ্দিন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার করা হয়।