বাউফল উপজেলার কালিশুরী গ্রামে অটোরিকশা উল্টে এক আনসার সদস্য নিহত হয়েছে। নিহত আনসার সদস্যর নাম তাপস চন্দ্র দাস।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তাপস বাউফল উপজেলার অমূল্য চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল নয়টায় শ্বশুর বাড়ি পটুয়াখালী থেকে অটোরিকশাযোগে বাউফল ফিরছিলেন তাপস। এসময়ে কালিশুরী গ্রামে পৌছলে অটোরিকশা উল্টে গুরুতর আহত হয় সে। পরে তাপসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাপস ঝালকাঠী জেলায় আনসার সদস্য পদে চাকুরি করতেন।