বসল ৩৭তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৫ হাজার মিটার

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

বসল ৩৭তম স্প্যান, দৃশ্যমান সাড়ে ৫ হাজার মিটার
নিউজটি শেয়ার করুন

 

পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে সেতুর ৯ ও ১০ নম্বর পিলারের ওপর ‘২-সি’ নামের এ স্প্যান বসানো সম্পন্ন হয়। এর মধ্যদিয়ে সেতুর ৫ হাজার ৫৫০ মিটার অর্থাৎ সাড়ে ৫ কিলোমিটারের চেয়েও বেশি দৃশ্যমান হলো। বাকি থাকল সেতুর চারটি স্প্যান।

 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৬ নভেম্বর ৩৬তম স্প্যান বসানো হয়।

 

এদিকে, ৩৭তম স্প্যান বসানোর ফলে আর বাকি থাকল মাত্র চারটি স্প্যান। ইতিমধ্যেই জাজিরা প্রান্তে সবগুলো স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি চারটি স্প্যান ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিয়ারে ৩৮তম স্প্যান ‘১-এ’, ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিয়ারে ৩৯তম স্প্যান ‘২-ডি’, ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিয়ারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিয়ারে ৪১তম স্প্যান স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।

 

সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্লাবের মধ্যে ১ হাজার ৪১টির বেশি রোড স্ল্যাব বসানো হয়েছে। আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫০০টির বেশি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ