ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
৩২তম স্প্যান বসানোর ৮ দিনের ব্যবধানে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৩ ও ৪ নম্বর পিলারের উপর বসানো হলো ৩৩তম স্প্যান। এর মধ্যে দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৪৯৫০ মিটার বা ৪.৯৫ কিলোমিটার। যা প্রায় ৫ কিলোমিটারের কাছাকাছি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে মাওয়া প্রান্তে তিন ও চার নম্বর খুঁটির কাছে স্প্যানটি নিয়ে যাওয়া হয়। এর মধ্য দিয়ে, মোট ৪১ স্প্যানের মধ্যে ৩৩টি বসানো সম্পন্ন হলো। বাকি রইলো আটটি।
এ ব্যাপারে সেতু কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর ৩৪ তম স্প্যান, ৩০ অক্টোবর ৩৫ তম, ৪ নভেম্বর ৩৬ তম, ১১ নভেম্বর ৩৭ তম, ১৬ নভেম্বর ৩৮ তম, ২৩ নভেম্বর ৩৯ তম, ২ ডিসেম্বর ৪০ তম স্প্যান উঠানো হবে। এরপর পদ্মাসেতুর সবশেষ স্প্যানটি বসবে ১০ ডিসেম্বর।
সেতু সচিব মো. বেলায়েত হোসেন জানান, ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যান বসিয়ে দেওয়া হবে। এখন প্রতি সপ্তাহে পদ্মা সেতুতে স্প্যান যোগ হতে থাকবে। নদীর স্রোত স্বাভাবিক থাকায় কাজে গতি এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক