বরিশাল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ১২ জুন , মনোনয়ন দাখিল ২৭ এপ্রিল

By admin

April 03, 2023

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

 

 

সোমবার (৩ এপ্রিল) অপরাহ্নে ইসির সভা শেষে নির্বাচন কমিশন সচিব এই তথ্য জানান। বলেন, সময়মতো টাকা না পাওয়ায় নির্বাচনে কোনো ইভিএম থাকবে না।

 

 

এ সময় তিনি বলেন, সকল সিটি নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরা থাকবে। গাজীপুরে ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

এছাড়া বরিশাল ও খুলনায় ১২ জুন ও রাজশাহী ও সিলেটে ২১ জুন ভোট অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে বলেও জানান তিনি।’