বরিশাল

বরিশাল মহানগর যুবদলের সম্পাদকসহ ৬ নেতা বহিষ্কার

By admin

December 27, 2020

 

শৃঙ্খলা বহিভুত কর্মকান্ডের জন্য বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ ৬ নেতাকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

 

শনিবার (২৬ডিসেম্বর) রাতে শৃঙ্খলা বহিভুত কর্মকান্ডের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় কমিটির দফরতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানায়।

 

বহিষ্কারকৃতরা হলেন- বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সম্পাদক মো. রাহাত, সহ-সম্পাদক মো. আলামিন, সহদেব শর্মা, দফতর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু, প্রচার সম্পাদক বশির আহম্মেদ।

 

প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বরিশাল বিএনপির কার্যালয়ে যুবদলের মতবিনিময় সভায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের ২ গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে এবং বিএনপি অফিসের চেয়ার ভাংচুর করে। ঘটনা ঘটার ১দিন পর তাদের বহিষ্কার করা হয়।