ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, তিন মাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছিল। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
২০২২ সালের ২৩ জুলাই রইস আহম্মেদ মান্নাকে আহ্বায়ক করে ৩২ সদস্যের তিন মাসের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
কমিটি অনুমোদনের পর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ লাইভে বলেছিলেন, তার হয়ে কাজ করায় কমিটির পদ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। পদ পাওয়ার পরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সর্বশেষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ না করতে কর্মীদের মারধর ও পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। পরপর দুটি ঘটনার সূত্র ধরে ১৪ মে রাতে রইস আহম্মেদ মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এরপরই মূলত কমিটি বিলুপ্তির ঘোষণা এলো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক