বরিশাল

বরিশাল মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন

By admin

February 11, 2022

 

বরিশাল মহানগর ছাত্রদ‌লের পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ জাতীয়তাবাদী ছাত্রদ‌ল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপ‌তি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হো‌সেন শ‌্যামল এই ক‌মি‌টির অনু‌মোদন দেন।

 

ছাত্রদ‌লের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আ‌জিজুল হক সো‌হেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়‌টি নি‌শ্চিত করা হয়।

 

ব‌রিশাল মহানগর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির ব‌লেন, ২০১৮ সা‌লে ৫ সদস‌্য বি‌শিষ্ট ব‌রিশাল মহানগর ছাত্রদ‌লের ক‌মি‌টির অনু‌মোদন দেয় তৎকালীন কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

 

৪ বছর পর ৪৯৮ সদস্য বি‌শিষ্ট পূর্ণাঙ্গ ক‌মি‌টির অনু‌মোদন দি‌য়ে‌ছে কেন্দ্র।