জাতীয়

বরিশাল :: বিভাগে ডেঙ্গু রোগী বেড়েছে ৬৭ শতাংশ

By admin

July 18, 2023

 

এক সপ্তাহের ব্যবধানে বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬৭ শতাংশ। সোমবার (১৭ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৮৬ জন রোগী ভর্তি আছেন। গত ১১ জুলাই মোট আক্রান্ত চিকিৎসাধীন রোগী ছিল ২৬২ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গু রোগী বৃদ্ধির হার যথারীতি উদ্বেগজনক।

 

 

১ জানুয়ারি থেকে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯১২ জন রোগী ভর্তি হন। সুস্থ হয়ে ফিরেছেন ১৫২৫ জন। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

 

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

 

 

 

তিনি আরও বলেন, নির্দেশনা মোতাবেক বিভাগের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় গুরুত্ব দেয়া হচ্ছে।

 

 

প্রসঙ্গত, রোববার (১৬ জুলাই) বিভাগে ১৫৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল।