বরিশাল

বরিশাল জেলা কৃষকদলের সিঃ যুগ্ন আহবায়ক হলেন বানারীপাড়ার সবুর

By admin

July 26, 2022

 

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সবুর খান বরিশাল জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়েছেন।

 

কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের প্যাডে বরিশাল জেলা শাখার কৃষকদলের কমিটিতে সবুর খানকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও ৯ জন যুগ্ন আহবায়ক সহ ৫ জন সদস্য নিয়ে মোট ১৫ জনকে অন্তভুক্ত করা হয়েছে। জেলা কমিটিতে অন্তভুক্তি হওয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক সহিদুল ইসলাম বাবুল এবং জেলা কৃষকদলের আহবায়ক মোঃ মহসিন আলম ও সদস্য সচিব সফিউল আলম সফরুল’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নব নির্বাচিত সিনিয়র যুগ্ন আহবায়ক সবুর খান বলেন আমার কর্মকান্ডের ভিত্তিতে যোগ্যতার মাপকাঠিতে দল আমাকে মূল্যায়ন করে যে দায়িত্ব দিয়েছে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সেই দায়িত্ব পালন করবো।