বরিশাল

বরিশাল জেলায় নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন

By admin

December 17, 2020

 

বরিশাল : বরিশাল জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মো: জসিম উদ্দিন হায়দার কে। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে কর্মরত আছেন।

 

উপসচিব মর্যদার এই কর্মকর্তা বরিশালে বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আজ (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করেছে।

 

এদিকে বরিশালে দীর্ঘদিন দায়িত্ব পালন করা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

বরিশালের ডিসি হিসেবে আসতে যাওয়া জসিম উদ্দিন হায়দার প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক পদে যোগ দেওয়ার আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত ছিলেন।