বরিশাল

বরিশাল কর ভবনে গভীর রাতে আগুন

By admin

September 15, 2020

 

বরিশাল কর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে কর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক শিকদার।

 

মুঠোফােনে তিনি জানান, কর ভবনের দ্বিতীয় তলার কক্ষে আগুনের সূত্রপাত। স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। আমরা চার ইউনিট প্রায় দুই ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে অফিস কক্ষের তিনটি এসি, দুইটি স্টিলের আলমারী ও তিনটি কম্পিউটারসহ বিভিন্ন ফাইল পুড়ে গেছে।

 

ফারুক শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটনা ঘটেছে।তদন্ত সাপেক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হবে বলেও জানা গেছে।