বরিশালে ৮ কেজি গাঁজা জব্দ, দম্পতিসহ আটক ৪

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২২

বরিশালে ৮ কেজি গাঁজা জব্দ, দম্পতিসহ আটক ৪
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড কাশিপুর বাজার এলাকায় ও ৯ নং ওয়ার্ড লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি দম্পতিসহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার (২৫ এপ্রিল) দুপুর আড়াই টায় মাদক কারবারিদের আটকের বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল কর্তৃপক্ষ।

 

আটককৃত মাদক কারবারিরা হলেন, বরগুনা জেলার বেতাগী উপজেলার বদনিখালী খলিফা বাড়ির মো. মোতাহার হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (৩৪)। তার স্ত্রী ঐ একই এলাকার তানিয়া বেগম (২৬)। ও লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুড়া গ্ৰামের মৃত: মোহাম্মদ আলী ঢালীর ছেলে মো. সোহেল (২৮) ও তার ছোট ভাই মো. মাঈনুদ্দিন (১৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল (২৪ এপ্রিল) রাত ১২টায় নগরীর কাশিপুর বাজারের এলাকার হেলাল মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ফারুক ও তানিয়া দম্পতিকে ৩ কেজি গাঁজাসহ আটক করে।

 

অপর এক অভিযানে নগরীর লঞ্চ ঘাট এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই সহোদর সোহেল ও মাইনুদ্দিনকে আটক করে ডিবি পুলিশ।

 

এসময় তাদের প্রত্যেকের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত লোকমান হোসেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ