বরিশাল

বরিশালে ৭ হাজার ইয়াবাসহ নারী আটক

By admin

April 03, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশালের বাবুগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ কল্পনা (৩৩) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতার কল্পনা বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের আ. কাদের পেদার মেয়ে।

 

 

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কল্পনা বেগম দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জ নতুনহাট এলাকায় অভিযান চালালে কল্পনাকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক করি।

 

 

তিনি জানান, মাদক উদ্ধারের ঘটনায় কল্পনাকে আসামি করে বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।