বরিশাল

বরিশালে ৭০ হাজার মানুষকে একদিনে টিকা দেওয়ার টার্গেট

By admin

August 06, 2021

 

শনিবার একদিনে বরিশালে ১৫১টি কেন্দ্রে ৭০ হাজার মানুষকে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনের ৬৪টি কেন্দ্রে এবং জেলার ১০ উপজেলায় ৮৭টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে।

 

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জনকে দেওয়া হবে প্রথম ডোজ টিকা।

 

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল হাসবুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

 

বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। যেখানে ১৮ হাজারের মতো নাগরিককে টিকা দেয়ার চিন্তাভাবনা রয়েছে। আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ আড়াইশ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।

 

এদিকে জেলার সিভিল সার্জন মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলার সব উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে।

 

প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ থাকবে, প্রতিটি বুথে ২ জন করে টিকা প্রদান কর্মী থাকবেন। প্রতিটি বুথে একদিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে।

 

এক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশন ব্যতীত জেলায় আগামীকাল ৫২ হাজার ২শ জনকে টিকা প্রদান করার কথা জানান সিভিল সার্জন।