ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩
আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ৬ কাউন্সিলর প্রার্থীকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে কয়েক দফায় এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ ও মঈন উদ্দিন। তবে অভিযানে জরিমানাপ্রাপ্ত কাউন্সিলরদের নাম প্রকাশ করেননি আদালত।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ভুলুকে ৫ হাজার, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা, ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহিদ খান আজাদকে ২০ হাজার, এছাড়া আরও ৩ প্রার্থীকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইন উদ্দিন আহমেদ জানান, আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়েছে। তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের জরিমানা করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক