ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। শুক্রবার দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো সাতক্ষীরার সেলিম রেজা (৫১) ও মাসুদ রানা (২০)। উভয়ে ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ট্রাকের চালক ও হেলপার।
শনিবার রাতে বরিশাল র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গোপনে তারা জানতে পারে সাতক্ষীরা থেকে ফেন্সিডিলের চালান নিয়ে একটি ট্রাক রওনা হয়েছে। এ খবরের ভিত্তিতে র্যাবের দল ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর বাজার এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করে। এ সময় ফেন্সিডিলবাহী ট্রাক এলে থামানোর জন্য সংকেত দেয়া হয়।
এ সময় চালক সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামিয়ে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৫৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়াও মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।