বরিশালে ২ সাবেক এমপিসহ বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

বরিশালে ২ সাবেক এমপিসহ বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার
নিউজটি শেয়ার করুন

 

অবরোধ সমর্থনে মিছিলের আগ মুহূর্তে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ও বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেনসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতভর ও বুধবার (১ নভেম্বর) সকালে নগরীর বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

 

 

বুধবার সকালে শিরিন ও আবুল হোসেন ছাড়াও আটক হয়েছেন— মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা যুবদলে যুগ্ম সম্পাদক রেজাউল হক কিরণ, সাকলাইন মোস্তাকসহ ১০ জন।

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

 

 

 

তিনি জানান, বিএনপির ডাকে তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।

 

 

 

কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এসময় তারা সড়কের ওপরে টায়ারে অগ্নি সংযোগ ঘটিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। সকালে নগরের বটতলা ও থানা কাউন্সিল সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতৃবৃন্দ মিছিল বের করতে চাইলে সেখানে থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহানসহ ১০ জনকে আটক করা হয়।

 

 

 

এদিকে, ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও আগুন দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই বিক্ষোভ করা হয়। এ ছাড়া লাকুটিয়া এলাকায় বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

 

 

 

অন্যদিকে, যাত্রী সংকটের কারণে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস ও লঞ্চ। ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে কয়েকটি লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে অভ্যন্তরীণ রুটের বাস । তবে মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ