ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২১
বরিশালে দুই দিনে ২ লাখেরও অধিক মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের দেয়া তথ্যানুযায়ী বরিশালে ২ দিনে টিকা গ্রহীতার মোট সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ২৮৩ জন।
এদিকে এই ক্যাম্পেইনের আওতায় গত দুই দিনে ৪০ লাখের বেশি মানুষ টিকা পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কন্ট্রোলরুমের হাতে সারা দেশের সব তথ্য আসেনি।
তবে ওই কন্ট্রোলরুমের একাধিক সূত্র গতকাল রাত ৯টায় জানায়, এখন পর্যন্ত যতটা তথ্য হাতে এসেছে, তাতে শুধু দ্বিতীয় দিনেই ৭ লাখের মতো মানুষ টিকা নিয়েছে। আর আগের দিনে নিয়েছে প্রায় ৩০ লাখ মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে গতকাল সারা দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ছয় লাখ ৮২ হাজার ৩৪০ জনকে।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে এক কোটি ৮৬ লাখ তিন হাজার ৬২৮ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৪০ লাখ ব্যক্তিকে। আর দুই ডোজ পূর্ণ হয়েছে ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জনের।
দেশে ওই দুই টিকা ছাড়াও ফাইজার ও মডার্নার টিকাও দেওয়া হচ্ছে সিটি করপোরেশন এলাকায়।
আর মহানগরীর বাইরে দেওয়া হয় সিনোফার্মের টিকা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক