বরিশাল

বরিশালে ১৩৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

By admin

February 27, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশাল নগরে অভিযান চালিয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ শাওন সিকদার নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

শ‌নিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রা‌তে নগরীর ৬ নং ওয়া‌র্ডের আমানতগঞ্জ এলাকার বাসা থে‌কে শাওন‌কে আটক করা হয়।

 

শাওন ওই এলাকার সে‌লিম সিকদা‌রের ছে‌লে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব‌রিশা‌লের উপপ‌রিচালক এনা‌য়েতুর রহমান বলেন, গোপন তথ্যের ভি‌ত্তি‌তে আট সদ‌স্যের এক‌টি দল আমানতগঞ্জ এলাকায় অভিযান প‌রিচালনা ক‌রে। অভিযানে ১৩৫০ পিস ইয়াবাসহ ধরা পড়েন শাওন।

 

এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেছেন উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন।