ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১
বন্ধুদের সাথে বেড়াতে এসে ট্রলার থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজের ১২ দিন পর বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর কীর্তনখোলা নদী থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত ২৭ আগস্ট বিকেলে বন্ধুদের সাথে নৌ ভ্রমনে কীর্তনখোলা নদীতে এসে ট্রলারে থেকে পড়ে নিখোঁজ হয়েছিলো শিক্ষার্থী ফাহাদ। নিখোঁজের ১২ দিন পর তার লাশ উদ্ধার হলো।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, নদীতে কচুরিপানার মধ্যে একটি লাশ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয়।
পরে কোস্টগার্ডের একটি দল সেখানে গিয়ে পঁচনধরা অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। খবর পেয়ে শিক্ষার্থী ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার (ফাহাদ) লাশটি শনাক্ত করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক