ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২২
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সোমবার (১৬ মে) দুপুরে নগরীর বৌদ্ধ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
অভিযান পরিচালনাকারী কোতয়ালী থানা পুলিশের এসআই মেহেদী হাসান জানান, ওসি অপারেশন বিপ্লব মিস্ত্রী এর নেতৃত্বে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বৌদ্ধ পাড়া এলাকার সোমালয় ভবনের সামনে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলা দুমকী উপজেলার সাতানা গ্ৰামের আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে সোহেল জোমাদ্দার (৩৬) ও আবুয়াল শরীফের ছেলে সাইদুল শরীফ (৩০)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক