বরিশাল

বরিশালে হুসাইন মুহাম্মদ এরশাদ’র জন্মদিন পালন

By admin

March 20, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ জাতীয় পাটির চেয়ারম্যান সাবেক সফল রাস্ট্রপতি আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ’র জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল মহানগর ও জেলা জাতীয় পার্টি।

 

আজ রোববার (২০ই) মার্চ আছরবাদ নগরীর শাজাহান চৌধুরী বকাড়ির অস্থায়ী জাতীয় পার্টি কার্যলয়ে একর্মসূচি পালন করেন।

 

বরিশাল মহানগর জাপা আহবায়ক অধ্যাপক মহসিন-ইল ইসলাম হাবুলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা সদস্য সচিব এ্যাড,এম.এ জলিল কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম গফুর,কেন্দ্রীয় সদস্য মোঃ নজরুল ইসলাম,সদস্য রুস্তুম আলী খান,মঞ্জুরুল ইসলাম খোকন,মোঃ নজরুল ইসলাম হেমায়েত,ফোরকান তালুকদার, মোঃ জামাল চৌধুরী, জাহাঙ্গির ফকির, মোঃ সোহরাব, খাজা শফিউল্লাহ দীপু ও ইরান চৌধুরী প্রমুখ।

 

পরে কেক কেটে জন্মদিন পালন শেষে তার রুহের মাগ-ফেরাত কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।