বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

By admin

April 03, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় কবির চৌকিদার (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

কবির পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে।

 

 

পুলিশ জানায়, কবির তার চাচাতো ভাই হাসান চৌকিদারের সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার আগে তাদের পাশাপাশি বরিশালের উদ্দেশে একটি পিকআপ ভ্যানও যাচ্ছিলো। বাকেরগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পটুয়াখালীগামী কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়।

 

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া আহত মোটর সাইকেলচালক ও নিহত কবিরের চাচাতো ভাই হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান পালিয়ে যায় এবং পিকআপ ভ্যান রেখে পালিয়েছেন চালক বলেও জানান ওসি মাকসুদুর।