এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের প্রাণহানী

বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

By admin

December 31, 2020

 

বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বাসুদেব মুখার্জি (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমাতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, বাসুদেব মুখার্জি ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে হাটতে বের হয়। রাস্তা পার হওয়ার সময় তাকে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এঘটনায় ঘাতক ট্রাক ও চালক-কে আটক করা যায়নি বলেও জানান ওসি।