বরিশালে সবজি হাতে মহিলাদলের মানববন্ধন

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

বরিশালে সবজি হাতে মহিলাদলের মানববন্ধন
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল: ফুলকপি, বাঁধাকপি, তেলের বোতলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী হাতে নিয়ে বরিশালে মহিলা দলের জেলা ও মহানগরের নেতারা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন ।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে মহিলাদল। সোমবার বেলা ১২টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন মহিলাদলের জেলা ও মহানগর নেতাকর্মীরা।

 

কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে ও ১৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মারিয়া ইসলাম মুন্নির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।

 

সমাবেশে বক্তারা বলেন, এই সরকার অবৈধ সরকার,আমরা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাই। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে।

 

বিক্ষোভকারীরা এসময় বাঁধাকপি, ফুলকপি, চাল, সয়াবিন তেলের বোতল, শালগম হাতে নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হ‌য়ে যায়।

 

মানববন্ধন ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা ম‌হিলাদ‌লের সাবেক সভাপতি সায়লা আক্তার মিমু, পাপিয়া পারভিন, তস‌লিমা কালাম পলিসহ বিভিন্ন উপজেলার মহিলাদল, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ