ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২
বরিশালের গৌরনদীতে শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা মামলায় মা পলি বেগম মানসিক ভারসাম্যহীন ছিল বলে বেকসুর খালাস দিয়েছেন বরিশাল জেলা ও দায়েরা জজ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক কে. এম. রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।
আদালত সূত্রে জানাগেছে, ২০২১ সালের ১৮ ডিসেম্বর বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর ওয়ার্ড বড় দুলালী তালুকদার বাড়ীতে মো. সাগির হোসেন তালুকদার এর স্ত্রী পলি বেগম তার তিন মাস বয়সি শিশু যুবায়ের আহমেদকে গোয়াল ঘরে থাকা বালতির পানিতে চুবিয়ে হত্যা করে। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় স্বামী সাগির হোসেন তালুকদার বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ পুলিশ পরিদর্শক কামাল হোসেন চলতি বছরের ৩১ মার্চ আদালতে চার্যশিট জমা দেন।
আদালত ১০ জন স্বাক্ষির স্বক্ষ্য গ্রহন শেষে আসামি পলি বেগম মানসিকভারসাম্যহীন হওয়ায় তাকে খালাস প্রদান করে।
আসামি পলি বেগম বর্তমানে মনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তপন কুমার সহার তত্বাবদানে রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক