বরিশালে লঞ্চের কেবিনে মাদক পাচার, নারীসহ আটক ৪

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

বরিশালে লঞ্চের কেবিনে মাদক পাচার, নারীসহ আটক ৪
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল::  ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীবাহী এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের দুইটি কেবিন থেকে ২০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

শুক্রবার (৩১ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযানে লঞ্চের দ্বিতীয় তলায় ২০৮ নম্বর কেবিন ও তৃতীয় তলায় ৩২৫ নম্বর কেবিনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

আটককৃতরা হলেন, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্ৰামের বাসিন্দা মো. মনির বেপারীর ছেলে মো. হাফিজুর বেপারী (২৬), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গৌরাকি ইউনিয়নের যোগীর কোপা গ্ৰামের মোহাম্মদ বৃষা দেওয়ানের মেয়ে মোসাম্মৎ মাসুমা আক্তার (২২), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া ইউনিয়নের সালদোপাড়া গ্ৰামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. আকাশ আহমেদ (১৯) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বোয়ালি ইউনিয়নের হবুয়ারচালা গ্ৰামের বখতিয়ার বর্মনের মেয়ে কাঞ্চি রানী (২৩)।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ঢাকা থেকে একটি মাদক কারবারি চক্র লঞ্চ যোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে বরিশাল আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের দুইটি কেবিন থেকে ২০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

 

 

পরে আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ