ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১
বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সেতুর জিরো পয়েন্টে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ২শ’ মণ জাটকা জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বরিশাল নৌ সদর থানা পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
অভিযানে কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে পৃথকভাবে ২শ’ মণ জাটকাগুলো নেয়া হচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কাফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সেতুর জিরো পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় কুয়াকাটা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে ২শ’ মণ জাটকা জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
তিনি আরো বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে বাসগুলো ছেড়ে দেয়া হয়েছে। তবে জব্দ জাটকাগুলো নৌ-ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। সেগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক