ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলা এবং পুলিশের কাজে বাধা দানের ঘটনায় দুই মামলায় আওয়ামী লীগের ১২ নেতার জামিন মঞ্জুর হয়নি। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক অনুপস্থিত থাকায় আগামী ২ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করা হয় বলে নিশ্চিত করেন আদালতের নাজির কামরুল আহসান।
যদিও রোববার (২৯ আগস্ট) দুপুর ১২টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহর অনুপস্থিতিতে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মামলার শুনানি করেন। কিন্তু তিনি কোনো পরবর্তী শুনানির দিন ধার্য ছাড়া অন্য কোনো আদেশ দেননি।
রোববার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আহম্মেদ শাহরিয়ার বাবু, অলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, শুভ হাওলাদার, শুভ সাহা, সাহিনুর ইসরঅম সাহিন, হারুন অর রশিদ, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্না, রাকিবুল ইসলাম রাকিব ও মিরাজ গাজীর জামিন আবেদন করা হয়।
১৮ আগস্ট (বুধবার) রাতে বরিশাল নগরীর সিএ্যান্ডবি রোডের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাস ভবনের সামনে পুলিশ, আনসার ও বরিশাল জেলা-মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ৬০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় ১৯ আগস্ট ইউএনও মুনিবুর রহমান ও এসআই শাহজালাল মল্লিক বাদী হয়ে দুটি মামলা করেন। মামলা দুটিতে বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৬০২ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় বরিশাল ও ঢাকায় অভিযান চালিয়ে বিসিসির কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্নাসহ ২২ জনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। এর আগে ইউএনও’র মামলায় তিনজন ও পুলিশের মামলায় ৯ আসামির জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, ব্যানার অপসারণকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা প্রদানসহ মারধর, গুলিবর্ষণের অভিযোগে ২২ আগস্ট প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাদী হয়ে ইউএনও এবং কোতোয়ালি মডেল থানার ওসিসহ ১০৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। চারটি মামলাই তদন্তাধীন রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক