বরিশাল

বরিশালে মেয়রপ্রার্থীসহ ১৯ প্রার্থীকে বিএনপির শোকজ

By admin

June 02, 2023

 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনসহ ১৯ জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়েছে নোটিশের মাধ্যমে।

 

 

বৃহস্পতিবার (১ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণদর্শানোর নোটিশ পৌছে দেয়া হয় প্রার্থীদের কাছে।

 

 

বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমার রিপন জানান, স্বতন্ত্র সেয়র প্রার্খী কামরুল আহসান রুপন, কাউন্সিলর প্রার্থী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন, হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার, মহানগর যুবদলের সহ-সভাপতি হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে।

 

 

এছাড়া সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমীন সামাদ, আহ্বায়ক কমিটির সদস্য সেলিনা বেগম, রাশিদা পারভীন, জাহানারা বেগম, মহানগর বিএনপির সাবেক সহ-শিশু বিষয়ক সম্পাদক মো. ইউনুস মিয়া, সিদ্দিকুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক মাসুম, একই ওয়ার্ড বিএনপির কর্মী মনিরুল ইসলাম, কাজী মোহাম্মদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের আবদুল্লাহ সাদী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার ও ৩০ নম্বর ওয়ার্ডে খায়রুল মামুন শোকজের তালিকায় রয়েছে।

 

 

এ প্রসঙ্গে মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ আমার হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠিয়েছেন।

 

 

তিনি বলেন, মহানগর বিএনপি বলছে, আমি বিএনপির কেউ না। তাহলে আমাকে শোকজ করা হলো কিভাবে। তার পরেও যেহেতু আমাকে শোকজ করা হয়েছে আমি এর লিখিত জবাব দেব।

 

 

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগ সরকারের অধীনে সকল নির্বাচন বর্জন করেছে বিএনপি। অথচ কতিপয় নেতাকর্মী বরিশাল সিটি নির্বাচনে অংশ নিয়ে সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।