বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশালের হিজলা উপজেলায় ২ টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর দে জানায় গত ১৯ শে নভেম্বর বিকালে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বোম্বে শহর নামক মেঘনা নদীর পাড়ে ঘুরতে যায়।
সেখানে একটি দোকানের সামনে দুটি মেছো বাঘের বাচ্চা দেখতে পায়।পরে তিনি তার অফিসে লোকজন দিয়ে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করে চিকিৎসা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়ে যায়।
গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন
২০ শে নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার উদ্ধারকৃত মেছো বাঘের বাচ্চা উপজেলা বন বিভাগে হস্তান্তর করেন।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ শাহেআলম বলেন তিনি সহ একটি টিম নিয়ে স্থানীয়রা যে এলাকা থেকে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে।সেখানে বাচ্চাদের তার মায়ের কাছে অবমুক্ত করা হয়েছে।