বরিশাল

বরিশালে মসজিদ থেকে জুতা চোর আটক

By admin

June 16, 2022

 

বরিশাল নগরীর চৌমাথা মারকাজ মসজিদ থেকে জুতা চোর আটক করেছে জনতা। আজ (১৬ জুন বৃহস্পতিবার) জোহরের নামাজের সময় মসজিদ থেকে জুতা নিয়ে পলায়নের সময় মুসল্লীদের হাতে ধরা পরেছে হাসান (৩৫) নামে এক যুবক।

 

তার বিবৃতি মতে সে ভাটার খাল ঈদগাহ মাঠ সংলগ্ন ১০ নং ওয়ার্ডের নিবাসী। মসজিদে নামাজ শেষ করার পূর্বেই হাতে একজোড়া জুতা এবং তার পায়ে এক জোড়া জুতা পড়ায় মসজিদে থাকা তাবলীগ জামাতের নায়েবে আমির বিষয়টি খেয়াল করেন।

 

তারপর তাকে এ অবস্থায় দেখার পরে চোর সন্দেহ হলে আটক করে চৌমাথা পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে সোর্পদ করে।

 

উল্লেখ্য গত ১সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন মসজিদ থেকে ২০-৩০ জোড়া জুতা চুরি হওয়ার মুসল্লীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চোর ধরা পরায় সকলের মনে স্বস্তি বিরাজ করছে।