ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশালের বাকেরগঞ্জে মসজিদের ভেতরে দুই কাজীর সংঘর্ষে একটি বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ মেদিগঞ্জশাহী জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মসজিদে সোমবার বাদ আসর আনুষ্ঠানিকভাবে বর ও কনেপক্ষের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি কাবিনের আয়োজন করা হয়। রঙ্গশ্রী ইউনিয়নের কাজী শফিউল বাশার এ বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। আকস্মিকভাবে মসজিদের মধ্যে উপস্থিত হন অপর কাজী আবু হানিফা। এ সময় দুই কাজীর বৈধতা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিয়ের আয়োজন পণ্ড হয়ে যায়।
কাজী আবু হানিফা বলেন, তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বৈধ কাজী। হাইকোর্ট তাকে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে।
কাজী শফিউল বাশার নিজেকে রঙ্গশ্রী ইউনিয়নের কাজী পরিচয় দিয়ে এ বিষয়ে বলেন, সুপ্রিম কোর্ট কাজী আবু হানিফার রায়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, মেদিগঞ্জ শাহী জামে মসজিদের ভেতরে বিবাহ পড়ানোকে কেন্দ্র করে দুই কাজীর সংঘর্ষের ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। এ বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক