বরিশাল

বরিশালে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা কারাগারে

By admin

February 23, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরিশাল-জেলা বিএনপির সদস্য এইচএম রফিুকল ইসলাম কাজল বিস্ফোরক, মন্দিরে হামলা ভাঙচুর ও লুটপাটের মামলায় বুধবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এইচ.এম. রফিকুল ইসলাম কাজলের আইনজীবি কাজী মোঃ বেলাল হোসেন জানান, এইচ.এম. রফিকুল ইসলাম কাজল বিস্ফোরক ও মন্দির ভাঙচুরের মামলায় বুধবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম মাহফুজ আলমের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

প্রসঙ্গ, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদি হয়ে হারুন হাওলাদারকে প্রধান আসামি ও তার সহযোগী যুবলীগকর্মী কাওছার ফকির, রায়হান ফকির, আব্দুর রহমান, বিএনপি নেতা এইচ, এম. রফিকুল ইসলাম কাজল, এইচ.এম. রফিকুল ইসলাম শাহীনসহ ৬ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১২ জনকে আসামি করে গৌরনদী মডেল থানা পুলিশ একটি মামলা দায়ের করেন।