ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ বরিশালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পৃথকভাবে প্রতীকী অণশন কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার (৩০) মার্চ সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা ও অশ্বিনী কুমার টাউন হল চত্বরে উত্তর জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে।
দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু ও যুগ্ম সচিব এ্যাড, আকতার হোসেন মেবুলের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রাহমাত উল্লাহ,নির্বাহী কমিটির সদস্য কাজী রওকুল ইসলাম রওনক,দক্ষিন জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক এ্যাড,আবুল কালাম শাহিন।
অপরদিকে উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তি যোদ্ধা দেওয়ান শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক